স্পোর্টস ডেস্কঃ ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে লা ফিনালিসিমায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধেই জোড়া গোল করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা। লাউতারো মার্টিনেজ ও আনহেল ডি মারিয়ার গোল দু’টি করেছেন। আর যোগ করা সময়ে বদলি নামা পাওলো দিবালার গোলে চ্যাম্পিয়নের মুকুট পরে ২০২১ কোপা আমেরিকা জয়ীরা। দাপুটে পারফরম্যান্সে এক বছরের মধ্যে দ্বিতীয় শিরোপা জিতল মেসি-ডি মারিয়ারা।
ইতালিকে হারিয়ে জেতা এ শিরোপাটি পরিবারের সদস্যের উৎসর্গ করে ডি মারিয়া। ম্যাচ শেষে এই তারকা ফুটবলার বলেন, ‘এই শিরোপা জয়ে আমি অনেক খুশি। আমি এটি আমাদের সবার পরিবারকে উৎসর্গ করতে চাই, যারা সবসময় আমাদের সমর্থন দিয়ে গেছে এবং যারা আজকে মাঠে উপস্থিত ছিলো। এটি অবিশ্বাস্য।’
ডি মারিয়া আরো বলেন, ‘আমরা কোপা আমেরিকা জয়ের পর থেকে সবকিছু বদলে গেছে। আমার ওপর থেকে ভার নেমে গেছে এবং আমরা খেলতে উপভোগ করছি, একসঙ্গে দারুণ সময় কাটাচ্ছি এবং সবকিছু বেশ সহজ মনে হচ্ছে। সব মিলিয়ে আমরা দারুণ রোমাঞ্চিত। তবে আমাদের পা অবশ্যই মাটিতেই রাখতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০