স্পোর্টস ডেস্কঃ সোমবার ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের ব্যক্তিগত বিমানে করে সৌদি আরবের রিয়াদে পৌঁছান। এরপর মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার এই পর্তুগিজ তারকার নতুন ক্লাব আল নাসের তাঁকে প্রকাশ্যে আনে। পাঁচ বারের ব্যালন ডি’ওর জয়ীকে রোনালদোকে আল নাসেরের হলুদ জার্সিতে দেখার জন্য রিয়াদের এম আর সুল স্টেডিয়ামের ২৫ হাজার দর্শক গ্যালারি উপচে পড়ে!
স্টেডিয়ামের টানেল দিয়ে মাঠে ঢোকার ফটকেও রোনালদোর জন্য বিশেষ ব্যানার লাগানো হয়। এরপর তিনি সংবাদ সম্মেলন করেন সেখানে। সংবাদ সম্মেলন থেকে রোনালদোকে ক্লাবের ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়। আল নাসেরের সরাসরি সম্প্রচারিত ইউটিউব ভিডিওতে দেখা যায় ক্লাবের জার্সি পরে সতীর্থ ও কোচের সঙ্গে রসিকতা করছেন রোনালদো।
সন্তানদের নিয়ে রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজও মাঠে ঢোকেন। রোনালদো এরপর মাইক্রোফোন হাতে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান সমর্থকদের প্রতি। সঞ্চালক রোনালদোকে অনুরোধ করেন শেষ কথা হিসেবে কিছু একটা বলতে। রোনালদো আরবি ভাষায় অভিবাদন জানিয়ে পরিবারকে নিয়ে মাঠ ছাড়েন। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘গতকালই তারা (ভক্ত) আমাকে এবং আমার পরিবারকে যেভাবে বরণ করেছে তাতে আমি শিহরিত। আমি এখানে নিজের সেরাটাই দেব। আমি এখানকার মানুষকে আনন্দে রাখতে চাই, এটাই আমার লক্ষ্য।’
নয়বারের সৌদি লিগ চ্যাম্পিয়ন আল নাসের। সবশেষ ট্রফি জিতেছে তারা ২০১৯ সালে। গত দুই দশক ধরে ইউরোপের ক্লাব ফুটবলের সেরা তারকাদের একজন ছিলেন রোনালদো। সব মিলিয়ে ইউরোপের ৪টি ক্লাবে খেলেছেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং দুটি করে স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি আ জিতেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post