স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পদাক এ কে এম মুমিনুল হক সাঈদের দুই সন্তান ও স্ত্রী দলের সঙ্গে বিদেশ সফরে যাওয়াতে সমালোচনা তৈরি হয়েছিলো। তাতেই সাঈদ অনূর্ধ্ব-২১ হকি দলের ভারত সফরই বাতিল করে দিয়েছেন।
আগামি মাসের শেষের দিকে ওমানে এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব অনুষ্টিত হবে। এতে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল ঢাকায় অনুশীলন ক্যাম্প করছে। কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুুতি ম্যাচ খেলতে দলটির ভারত সফরে যাওয়ার কথা ছিলো।
২৮ দিনের ভারত সফরের জন্য খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ সব মিলিয়ে ৩৩ জনের সরকারি আদেশ (জিও) সংগ্রহ করে হকি ফেডারেশন। এই সফরে দলের ‘পর্যবেক্ষক’ হিসেবে হকি ফেডারেশনের সম্পাদক সাঈদের দুই সন্তান ও স্ত্রীর নাম ছিলো। জিও’র অর্ডার হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছিলো।
দলের বিদেশ সফরে পর্যবেক্ষের নামে ফেডারেশন সম্পাদকের স্ত্রী ও সন্তানরা কেন যাবেন? এ নিয়েও প্রশ্ন উঠে। এরপরই ভারত সফর বাতিল করে দেন সাঈদ। জানিয়ে দেন, দেশেও ক্যাম্প চালু থাকবে না। বন্ধ করে দেওয়া হবে। কারণ তার অর্থায়নের দেশে ক্যাম্প চলছে এবং ভারতেও কন্ডিশনিং হওয়ার কথা ছিলো।
নিজে স্পন্সর করেছেন, তাই দলের সঙ্গে ভারত সফরে তার স্ত্রাী-সন্তানদের পাঠাতে চেয়ে ছিলেন। সেটা নিয়ে সমালোচনা হওয়ায় তিনি স্পন্সরশীপ থেকে সরে দাঁড়ান এবং দলের ভারত সফর বাতিল করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০