পরিশ্রম করেছি, আল্লাহ সহজ করে দিয়েছেন- রিজওয়ান

0
67

স্পোর্টস ডেস্কঃ টানা দুই হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করা পাকিস্তান এখন ফাইনালে। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। কিউইদের করা ১৫৩ রানের টার্গেটে খেলতে নেমে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম।

সিডনিতে ৩৬ বল খেলে টি-টোয়েন্টিতে ২৩তম হাফ-সেঞ্চুরির দেখা পান রিজওয়ান। ৪৩ বলে পাঁচ বাউন্ডারিতে শেষ পর্যন্ত ৫৭ রান করেন তিনি। ম্যাচ শেষে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি এই ওপেনার। রিজওয়ান জানান, স্রষ্টার কথায় পরিশ্রম করাতেই এই সাফল্য ধরা দিয়েছে তাদের কাছে।

রিজওয়ান বলেন, ‘বিশ্বাস ছিল কঠোর পরিশ্রম করে যেতে হবে। আল্লাহ বলেছেন, তোমরা পরিশ্রম করো, পুরস্কার পাবে। আমি পরিশ্রম করে গেছি। তিনি সহজ করে দিয়েছেন।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here