পরীক্ষা-নীরিক্ষাই হারিয়ে দিয়েছে ভারতকে

0
64
ছবিঃ এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

নিজস্ব প্রতিবেদকঃ নারীদের এশিয়া কাপে টানা তিন জয়ে রীতিমতো উড়ছিল ভারত। তাই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ভিন্ন চিন্তায় এগিয়েছিল দলটি৷ একে তো শক্তিমত্তায় এগিয়ে, তার উপর বৃ্হস্পতিবারই পাকিস্তান হেরেছে থাইল্যান্ডের বিপক্ষে, সব মিলিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিল ভারত।

আর বাড়তি সেই আত্মবিশ্বাসই কাল হয়েছে দলের জন্য। সিলেটে রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানের কাছে ১৩ রানে হেরেছে ভারত। আর হারের অন্যতম কারণ পরীক্ষা-নিরীক্ষা। ম্যাচে পরীক্ষা চালিয়েছিল এশিয়া কাপের বর্তমান রানার্সআপরা।

নিয়মিত যারা রান তাড়া করেন, তাদেরকে এদিন সুযোগ দেয়নি টিম ম্যানেজম্যান্ট। ম্যাচ শেষে দলের কোচ রমেশ পাওয়ার জানিয়েছেন, তরুণদের এই সুযোগ দিতে চেয়েছেন তারা। যাতে করে এই চাপ থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। বিশ্বকাপের আগে এই এশিয়া কাপ দিয়েই, এটি করতে চেয়েছিল টিম ম্যানেজম্যান্ট। লিগে সব মিলিয়ে ৬টি ম্যাচ থাকায়, সুযোগটা লুফে নেয় দল। আর এটাই শেষ পর্যন্ত কাল হয়েছে দলের জন্য।

এই নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রমেশ পাওয়ার বলেন, ‘আমরা নিয়মিত যাদের দিয়ে তাড়া করাই, তাদের নিয়ে চেষ্টা করিনি। তরুণ কেউ যেন দায়িত্ব নিতে পারে এটা চেয়েছি। কেননা, এটা আমাদের চার নম্বর ম্যাচ। আমরা পূজা-রিচা-রাধা-হিমলতাদের সুযোগ দিতে চেয়েছি, তারা তরুণ খেলোয়াড়। তাদের এই ধরনের চাপের মধ্যে দিয়ে যাওয়া দরকার।’

‘হারমান-জেমি-স্মৃতিরা অনেকদিন ধরেই এমন চাপ সামলে আসছে। আমাদের চিন্তা ছিল তাদের চাপটা অনুভব করতে দেওয়া। বিশ্বকাপের আগে এটা দরকার। আমরা এটা এশিয়া কাপে করছি, কেননা হাতে খুব বেশি ম্যাচ নেই।’

‘আমার মনে হয় ৬টি লিগ ম্যাচ এটা করার সুযোগ দিয়েছে আমাদের। যদি দুই গ্রুপ হতো, এক ম্যাচ করে তাহলে এটা করতাম না। আমরা চাই সব কন্ডিশন ও চাপের জন্য দল তৈরি করতে। অবশ্যই জিততে চাই কিন্তু কিছু বিষয় খুঁজে বের করা দরকার।’ যোগ করেন ভারতের এই কোচ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here