পর্যবেক্ষণে চোট পাওয়া সাকিব

0
26

স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে হারে ম্যাচে দুঃসংবাদ শুনতে হয় বাংলাদেশকে। অধিনায়ক সাকিব আল হাসান ম্যাচ চলাকালীন সময়ে চোট পান। আর সেটির পরীক্ষা করাতে ম্যাচ শেষ হতেই হাসপাতালে যান তিনি। এই চোটের কারণে সাকিবকে আগামী কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে।

শনিবার জানা গেছে, চোটের জায়গায় এখনো কিছু সমস্যা আছে সাকিবের। তাই আগামী কয়েক দিন তাঁর অবস্থা পর্যবেক্ষণ করে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, ‘সাকিবের চোট বাম পায়ের উরুর ওপরের দিকে। স্ক্যানিংয়ের জন্য ওকে হাসপাতালে পাঠানো হয়। রিপোর্ট এলেই বোঝা যাবে ওর চোট গুরুতর কিনা।’

নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল ব্যাটিংয়ের সময় দৌড়ে রান নিতে গিয়ে ঊরুর চোটে পড়েন সাকিব। তবে তিনি চোট সামলে ব্যাটিং চালিয়ে গেছেন। সেটা অবশ্য বেশি সময়ের জন্য নয়। পরে ফিল্ডিং-বোলিং করেছেন দলের প্রয়োজনে। এরপর ম্যাচ শেষ হতেই হাসপাতালে যান তিনি।

আগামী ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে পুনেতে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সে ম্যাচের আগে সাকিব সুস্থ হয়ে উঠবেন, এমন আশা করছে টিম ম্যানেজমেন্ট। তবে এর মাঝে বাংলাদেশ দলের অনুশীলনে সাকিব থাকবেন কি না, সেটি নির্ভর করছে তাঁর চোটের অবস্থার ওপর।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here