স্পোর্টস ডেস্কঃ ঋষভ পান্তের সেঞ্চুরি আর হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড নৈপুণ্যে ওয়ানডে সিরিজ জিতল ভারত। রোববার তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেটে জিতল রোহিত শর্মার দল। ম্যানচেস্টারে আগে ব্যাট করতে নেমে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।
তবে জস বাটলার ও মইন আলীর ৭৫ রানের জুটিতে প্রতিরোধ গড়ে ইংল্যান্ড। বাটলার ৬০ ও মঈন ৩৪ করে ফিরে গেলে রান বাড়ান লিয়াম লিভিংস্টোন। শেষ দিকে ডেভিড উইলি ও ক্রেইগ ওভারটন ৪৮ রানের আরেক জুটি গড়লে আড়াইশ ছাড়ায় ইংলিশরা। তবে এই রান পরে আর যথেষ্ট হয়নি। ম্যাচ শেষে কম পুঁজির আক্ষেপ ঝরল অধিনায়ক বাটলারের কণ্ঠে।
বাটলার বলেন, ‘আমি মনে করি যে, আমরা পর্যাপ্ত রান তুলতে পারিনি। বোলিংয়ে আমাদের শুরুটা ভালো হওয়া দরকার ছিল এবং শুরুটা হয় দুর্দান্ত। আমরা সুযোগ তৈরি করেছিলাম। তবে ওই দু’জনই আমাদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে যায়। সেকারণেই আমাদের ম্যাচ হারতে হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০