পাঁচটি হাফ সেঞ্চুরিই বাংলাদেশীদের

    0
    21

    স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে এবার রানের দেখা পাচ্ছেন বাংলাদেশী ব্যাটসম্যানরা। বিপিএলের প্রথম দুই আসরে বিদেশীরা এগিয়ে ছিলেন, গত আসর থেকে যেটা পরিবর্তন হতে শুরু করেছে।

    এবারের আসরে প্রথম দিনেই সফল হয়েছেন বাংলাদেশী ব্যাটসম্যারা। বিপিএলের প্রথম দিনেই পাঁচটি হাফ সেঞ্চুরি এসেছে। সবক’টি অর্ধশতকের মালিক বাংলাদেশীরাই।

    কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে তামিম ইকবাল করেছেন ৫৪ রান। চিটাগং ভাইকিংসের বিপক্ষে কুমিল্লার নাজমুল হোসেন শান্ত অপরাজিত ছিলেন ৫৪ রানে। সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মুশফিকুর রহিম অপরাজিত ৫০ ও শাহরিয়ার নাফীস করেন ৫৫ রান।  ঢাকার ওপেনার মেহেদী মারুফের ৭৫ রানের দুর্দান্ত ইনিংসে।

    তামিম ইকবাল, শোয়েব মালিক, ডোয়াইন স্মিথ, মোহাম্মদ নবী—চিটাগং ভাইকিংসের বেশ কিছু বড় নাম। তারকাদের বেশির ভাগই বিদেশি। গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জয়ের আসল নায়ক নবীও বিদেশি। তামিম অবশ্য মনে-প্রাণেই চান, তাঁর দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখুক স্থানীয় খেলোয়াড়েরাও।

    স্থানীয় খেলোয়াড়দের মধ্যে চট্টগ্রাম দলে আছেন সাকলাইন সজীব, নাজমুল হোসেন, জাকির হাসান, শহীদুল ইসলামের মতো কিছু তরুণ। সবার প্রত্যাশা, এবারের বিপিএলও বেশ কিছু ভালো খেলোয়াড় উপহার দেবে দেশকে।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here