নিজস্ব প্রতিবেদকঃ মিরপুর টেস্টে ৪৯১ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হক জুটি ইতোমধ্যে ৬৪ রান যোগ করেছে স্কোর বোর্ডে। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৪৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৫৫ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ রানে। এই অবস্থায় ইনিংস ঘোষণা করলে আফগানিস্তানের সামলে লক্ষ্য দাঁড়াবে ৪৯২ রান! যা রেকর্ড লিড টাইগারদের।
প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মুমিনুল। তার আগে ওপেনার জাকির হাসান বড় জুটি দিয়ে ফিরেছেন। লাঞ্চের আগে শান্ত ১১২ ও মুমিনুল ৪৩ রানে অপরাজিত আছেন। প্রথম সেশনে বাংলাদেশ মাত্র ১টি উইকেট হারিয়েছে। সেটি জাকিরের রান আউট।
ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়ে ওপেনার জাকিরকে। থার্ডম্যানে বল টেলে তিন রান নিতে চেয়েছিলেন তিনি। ইব্রাহিম জাদরানের করা দারুণ থ্রো উইকেটকিপার আফসার জাজাইয়ের কাছে পৌঁছেছে, জাকির ক্রিজের বেশ বাইরেই তখন। তাঁর রানআউটে ভাঙে শান্তর সাথে ১৭৩ রানের জুটি।
৯৫ বলে ৮ চারে ৭১ রান করেন জাকির। অভিষেকে টেস্টে ভারতের বিপক্ষে এই বাঁহাতি করেছিলেন ১০০। এরপর মিরপুরে একই প্রতিপক্ষের বিপক্ষে আরেক টেস্টে ৫১। আজ আফগানদের বিপক্ষে তাঁর রান ৭১। ৩ টেস্টের ক্যারিয়ারে ৪৩ গড়ে ২৫৮ হয়ে গেছে জাকিরের। ১ সেঞ্চুরির সাথে আছে ২ ফিফটি তাঁর নামের পাশে।
জাকিরের বিদায়ের পর রেকর্ড গড়েন শান্ত। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়লেন তিনি। টেস্ট ইতিহাসে ৯১তম বারের মতো দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানোর ঘটনা ঘটল। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল প্রথম ইনিংসে করেন ১৭৬ রান। দ্বিতীয় ইনিংসে তার ব্যাটে ১০৫ রান। এদিকে চলমান টেস্টে প্রথম ইনিংসে শান্ত খেলেছেন ১৪৬ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে তিনি ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি স্পর্শ করেছেন ১১৫ বল খেলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post