স্পোর্টস ডেস্ক:: চার নম্বর পজিশন থেকে পাঁচ নম্বরে নামিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তাই নিজের অসন্তুুষ্টির কথা তিনি প্রকাশ্যেই বললেন। জানিয়েছেন, পাঁচ নম্বর পজিশন নয়, তিনি চার নম্বরেই ব্যাট করতে চান।
২০১৯ সাল থেকে ব্যাটিং অর্ডারে চার নম্বর পজিশনটা অনেকটা কনফার্ম করেন তিনি। ব্যাট হাতেও আলো ছড়ান। করেছেন দুটি সেঞ্চুরিও। তারপরও নিউজিল্যান্ডের বিপক্ষে রিজওয়ানকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। পাঁচ নম্বরে ব্যাট করতে হচ্ছে তাকে। চার নম্বরে ব্যাট করছেন শান মাসুদ ও আব্দুল্লাহ শফিক।
পাঁচে নেমে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন রিজওয়ান। প্রথম ম্যাচে অপরাজিত ৪২ রানের পর দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন। এসেছে ৫৪ রান। তবে রান পেলেও সন্তুুষ্ট নন তিনি। ম্যাচ শেষে এক সাক্ষাৎকরে জানিয়েছেন আগের পজিশনেই ব্যাট করতে চান।
বিশ্বকাপের আগে দলের সেরা তারকার এমন ব্যাটিং অর্ডার পরিবর্তন ভালো চোখে দেখছেন না সমর্থকেরাও। তারা হঠাৎ কি কারণে ইনফর্ম রিজওয়ানকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে এনিয়ে প্রশ্ন তুলছেন। ব্যাট হাতে পাকিস্তান দলকে বেশ কিছু দিন ধরে টানছেন রিজওয়ান। নিয়মিত পারফর্ম করেও যাচ্ছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে তার দলও জিতেছে। সিরিজের তৃতীয় ম্যাচটি আগামিকাল বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে। রিজওয়ানের সমর্থকদের চাওয়া এই ম্যাচ থেকেই তারকাকে নিজের ব্যাটিং পজিশনে যেনো ফিরিয়ে দেওয়া হয়।
নিজের ব্যাটিং পজিশন নিয়ে মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘সত্যি বলতে পাঁচ নম্বর পজিশনে ব্যাট করে আমি একদমই খুশি না। কারণ, আমি চারেই ব্যাট করতে চাই। কিন্তুু এটা গুরুত্বপূর্ণ না যে, আমি যা চাই তাই হবে। অধিনায়ক ও কোচ এ সিদ্ধান্ত নেবেন। আমি চারে ব্যাট করতেই বেশি সাচ্ছন্দ্যবোধ করি। তবে এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০