পাঁচ দিন খেললে জয়ের সম্ভাবনা আছে- তাসকিন

0
68

নিজস্ব প্রতিবেদক:: ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও সিরিজের শেষ ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবার শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। রঙিন পোশাকে বাংলাদেশ যতটা রঙিন, সাদা পোশাকে ততটাই মলিন। ক্রিকেটের বাইশ গজে মর্যাদার এই ফরম্যাটে হযবরল অবস্থা টাইগারদের।

দুই ম্যাচের টেস্ট সিরিজে পরিস্কার ফেবারিট ভারত। শক্তির বিচারেও দলটি বেশ এগিয়ে। বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমদও মেনে নিচ্ছেন ভারত ফেবারিট। বিরাট কোহলিরা নিঃসন্দেহে ভালো দল। টেস্টে তাদের রেকর্ডও ভালো। ভালো করতে হলে তাই বাংলাদেশকে সব বিভাগেই ভালো খেলতে হবে।

টেস্ট সিরিজে জিততে ম্যাচকে টেনে নিয়ে যেতে পবে পাঁচ দিনে। তাসকিন জানিয়েছেন, পাঁচ দিনে ম্যাচ গেলেই বাংলাদেশ জেতে। জেতার সম্ভাবনা তৈরি হয়। তাই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও বাংলাদেশকে জিততে পাঁচ দিন টেনে নিতে হবে টেস্ট। তিনি বলেন, ‘যতগুলোই টেস্ট জয় পেয়েছি আমরা, সবগুলোতেই দেখা গেছে ডে ফাইভে আমরা গেছি। এখানেও লক্ষ্য থাকবে, যতই ভালো উইকেট থাকুক, ডে ফাইভে যেনো যেতে পারি।’

চোট থেকে ফিরলেও একাদশে নিজে অনিশ্চিত জানিয়ে তাসকিন বলেন, ‘আমি সুযোগ পাব কিনা নিশ্চিত নয়। মাত্রই চোট থেকে ফিরেছি। টিম ম্যানেজম্যান্ট আমাকে পরিকল্পনা দিয়েছে, সেই অনুযায়ী কাজ করছি। হয়তো দ্বিতীয় ম্যাচে বিবেচনায় আসতে পারি।’

দুই ম্যাচের টেস্ট সিরিজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে আগামি বুধবার। সাগরিকায় প্রথম টেস্ট শেষে মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টাইগারদের লক্ষ্য আপাতত চট্টগ্রাম টেস্টে ভালো খেলা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here