নিজস্ব প্রতিবেদকঃ ২০১৮ সালের পর আবারও টেস্ট ম্যাচ আয়োজন হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ডিসেম্বরে হবে এই ম্যাচ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বর্তমানে বাংলাদেশ সফররত দলটি আপাতত শুধু ওয়ানডে সিরিজ খেলবে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে সাদা বলের সিরিজটি।
সূচি অনুযায়ী আগামী ২৮ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। তাতে করে ৫ বছর পর সিলেটের মাঠে ফিরতে যাচ্ছে টেস্ট ক্রিকেট। সবশেষ ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে টেস্ট খেলেছিল বাংলাদেশ। এবার টাইগাররা এই মাঠে স্বাগত জানাবে তাসমান সাগরপাড়ের দেশটিকে।
বিশ্বকাপের পর ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি। ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলবে দুদল। আজ সোমবার মিরপুরে এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে বাংলাদেশে অবস্থান করা কিউইরা ওয়ানডে সিরিজ খেলে চলে যাবে ভারতে বিশ্বকাপ খেলতে। এরপর তারা আবার আসবে বাংলাদেশে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০