নিজস্ব প্রতিবেদকঃ দিন দুয়েক আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে গেছে নিউজিল্যান্ড ক্রিকেটের চার সদস্যের প্রতিনিধি দল। এফটিপি সূচি অনুযায়ী চলতি বছর বাংলাদেশের বিপক্ষে দুই ভাগে সিরিজ খেলতে আসবে কিউইরা। আর সেই সফরের ভেন্যুর সুযোগ-সুবিধার জন্যই মূলত আসা তাদের।
সিলেটে খেলা পড়ছে, সেটি আগেই জানিয়েছিল এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোর । এবার জানা গেছে নতুন তথ্য। সিলেটে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। দুই ম্যাচের টেস্ট সিরিজের একটি হবে লাক্কাতুরার নয়নাভিরাম মাঠে। নভেম্বর-ডিসেম্বরে প্রথম টেস্টই হবে সিলেটে।
তাসমান সাগরপাড়ের দলটির বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচের সিরিজে খেলার কথা বাংলাদেশ দলের। তবে সিরিজটি হবে দুই ভাগে। প্রথম ভাগে সেপ্টেম্বরের শেষভাগে বাংলাদেশের সঙ্গে ওয়ানডে খেলবে ব্ল্যাকক্যাপসরা। যেগুলোর সবগুলোই হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। এই সিরিজ খেলেই বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই দলই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে।
বিশ্বকাপের পর হবে দুই দলের টেস্ট সিরিজ। সাকিব-তামিমদের বিপক্ষে খেলতে নভেম্বরের শেষ দিকে আবারও বাংলাদেশে আসবে কিউইরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তাবিত সূচি অনুযায়ী ২১ নভেম্বর ঢাকায় পা রাখার কথা সফরকারীদের। এরপর একটি প্রস্তুতি ম্যাচও খেলবে দলটি।
সবশেষে আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে পারে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। শেষ পর্যন্ত সব ঠিক থাকলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় টেস্ট অবশ্য মিরপুরের হোম অব ক্রিকেটেই অনুষ্ঠিত হবে। সেটি শুরু হতে পারে ৬ ডিসেম্বর।
নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা দিয়ে দুটি আক্ষেপ ঘুচতে যাচ্ছে সিলেট স্টেডিয়ামের। চায়ের নগরীর মানুষ দীর্ঘদিন পর কোনো বড় দলের খেলা দেখার সুযোগ পাচ্ছে। একইসাথে পাঁচ বছর পর ফিরতে যাচ্ছে এখানে টেস্ট। ২০১৮ সালে প্রথম এবং সবশেষ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলে বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষা ফুরিয়ে নৈসর্গিক সৌন্দ্যর্যের এই ভেন্যু আবারও টেস্ট ম্যাচ পেতে যাচ্ছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post