স্পোর্টস ডেস্ক: নিজে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরিএস) নিয়েছেন তিন বার, মাঠের আম্পায়ারের আউটের সিদ্ধান্তের আউট হয়ে তিনবারই তিনি বেঁচেছেন রিভিউয়ে। প্রতিপক্ষ বালাদেশ দুইবার রিভিউ নিয়েও তাকে আউট করতে পারেনি।
এক ইনিংসে পাঁচ বার জীবন পেয়েই খেললে ক্যারিয়ারের কঠীন ইনিংস। এমনটাই বললেন ইংলিশ ব্যাটসম্যান মঈন আলী। তার ব্যাটেই এদিনে স্বাতগিতক বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে লড়াই করেছে ইংল্যান্ড।
শেষপর্যিন্ত খেলেছেন ৬৮ রানের মহাগুরুত্বপূর্ণ এক ইনিংস। তবে তাকেও বেশ বেগ পোহাতে হয়েছে বাংলাদেশরে স্পিনের বিপক্ষে। তাই তো এটাকে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ইনিংস বলছেন টেস্টে তিনটি সেঞ্চুরির মালিক মঈন আলী।
ইনিংস নিয়ে বলতে গিয়ে ইংলিশ অলরাউন্ডার জানান, ‘খুব কঠিন ছিলো। আমার খেলা সবচেয়ে কঠিন ৬০ (৬৮) এটা। খুব নিয়ন্ত্রণের সাথে তারা দারুণ বোলিং করেছে। এটা শুধু নিজেকে বাঁচিয়ে রাখার ব্যাপারই ছিলো না। রানও করতে হচ্ছিলো। খুব কঠিন ছিলো। তারা ফিল্ডিংও বেশ ভালো সাজিয়েছিলো।’
এতোটা টার্ন থাকবে সেটা ভাবেননি মঈন, ‘আমি ভেবেছিলাম তারা স্পিনার দিয়ে শুরু করবে। তবে এতো টার্ন থাকবে সেটা চিন্তা করিনি। নতুন বলেই টার্ন করছিলো। যার বিপক্ষে খেলা সহজ ছিলো না। বিশেষ করে নতুন বলে সব ডেলিভারি টার্ন করে না। মানসিক দিক থেকে এটা বড় চ্যালেঞ্জ ছিলো। আমি বল মিস করছিলাম, বল আমার প্যাডে গিয়ে লাগছিলো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নি্প্র/ডেস্ক/প্রি/০০