স্পোর্টস ডেস্ক:: মেসি চলে গেছেন ক্লাব ছেড়ে। আর্জেন্টাইন তারকা থাকাকালীন সময় থেকেই পিএসজির একাদশে ছিলেন না নেইমার। চোট সারিয়ে অবশেষে তিনি মাঠে ফিরেছেন। পাঁচ মাস পর মাঠে ফেরা রাঙালেন জোড়া গোলে।
প্রাক মৌসুমের প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন নেইমার। দক্ষিণ কোরিয়ার ক্লাব জেওনবাকেকে পিএসজি প্রীতি ম্যাচটিতে হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে। দলের তিন গোলের দু’টিই এসেছে নেইমারের পা থেকে।
বুসান আসাইদ স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেলে অনুষ্টিত ম্যাচটিতে একক আধিপত্য দেখায় পিএসজি। স্থানীয় ক্লাব জেওনবাকেকে কোনো সুযোগ দেয়নি দলটি। প্রথমার্ধের শেষ দিকে দলকে এগিয়ে দেন নেইমার। ৪৩তম মিনিটে তার করা গোলেই ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় দলটি।
বিরতির পর জেওনবাকেকে কিছুটা ঘুরে দাঁড়ায়। প্রায় পুরোটা সময়ই পিএসজির আক্রমণ ঠেকিয়ে দেয়। তবে শেষ দিকে আরো দুই গোল হজম করতে হয় তাদের। ম্যাচের ৮৩তম মিনিটে নেইমার জোড়া গোল পূর্ণ করেন। ৮৮তম মিনিটে শেষ গোলটি করেন মার্কো আসেনসিও। ৩-০ গোলের বড় জয়ে মাঠ ছাড়ে ফরাসি চ্যাম্পিয়নরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০