স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজ ও ভারত টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩ অগাস্ট। ত্রিনিদাদে প্রথম টি-টোয়েন্টির পরে সিরিজের বাকি দুই ম্যাচও হবে ক্যারিবিয়ান দ্বীপে। ৬ ও ৮ অগাস্ট বাকি দুই টি-টোয়েন্টি হবে গায়ানাতে। এরপর দু’দল পাড়ি জমাবে আমেরিকার ফ্লোরিডায়। পাঁচ ম্যাচ সিরিজের শেষ দু’টি হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।
ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট উইন্ডিজ। ঘোষিত দলে ফিরেছেন শাই হোপ ও ওশানে থমাস। ২০২১ সালের ডিসেম্বরের পরে প্রথমবারের মতো খেলতে দেখা যাবে ডানহাতি পেসার থমাসকে। দীর্ঘদিন পর ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন তিনি। এবার তাঁর ডাক পড়ল টি-টোয়েন্টিতেও।
এদিকে হোপ ২০২২ সালের ফেব্রুয়ারিতে শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। ঘোষিত দলে আছেন শিমরন হেটমায়ারও। অধিনায়ক হিসেবে আছেন রভম্যান পাওয়েল। সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন শামার ব্রুকস, রেমন রিফার, ইয়ানিক ক্যারাইয়াহ ও শেলডন কটরেল।
উইন্ডিজ দলের প্রধান নির্বাচক গ্রেট ডেসমন্ড হেইনস বলেছেন, ‘আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে দল নির্বাচন করা হয়েছে। আমরা সঠিক সমন্বয় খুঁজে বের করার চেষ্টা করার জন্য বিভিন্ন পরিকল্পনা করছি। আমরা কেমন প্রস্তুতি নিচ্ছি সেটা আমরা দেখব।’
উইন্ডিজের টি-টোয়েন্টি দলঃ
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), কাইল মায়ের্স (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেসজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, ওবেদ ম্যাককয়, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ ও ওশানে থমাস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post