স্পোর্টস ডেস্ক:: সুপার ফোরের ম্যাচে দারুণ শুরু করেছে ভারত। গ্রু পর্বের ম্যাচে শুরুতেই পাকিস্তানী বোলারদের কাছে উইকেট হারানো ভারত সুপার ফোরের ম্যাচে পেলো দুর্দান্ত শুরু। ভারতের উদ্বোধনী জুটিও ভাঙতে পারেননি পাকিস্তানী বোলরা।
নিরাপদেই পাওয়ার প্লে শেষ করেছেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট না হরিয়ে ৬১ রান তুলেছে বিরাট কোহলিরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১১.২ ওভারে শুন্য উইকেটে ৭১ রান। ৪৮ রানে গিল ও ২১ রানে রোহিত শর্মা অপরাজিত আছেন।
পাওয়ার প্লেতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম তিন বোলার ব্যবহার করেছেন। শাহীন শাহ আফ্রিদী, নাসিম শাহ ও ফাহিম আশরাফরা ভাঙতে পারেননি ভারতের উদ্বোধনী জুটি।
লম্বোতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। গ্রু পর্বের ম্যাচেও তার দল আগে ফিল্ডিং করেছিলো। সেই ম্যাচে শুরুতেই ভারতের টপ অর্ডারকে ধ্বসিয়ে দিয়েছিলো নাসিম শাহ, আফ্রিদীরা। তবে এবার আর সেটি পারেননি। ভারত দেখে শুনেই ব্যাট করছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post