নিজস্ব প্রতিবেদকঃ টস জিতে আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় আইরিশরা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগে ব্যাট করতে নেমে ধুঁকছে সফরকারীরা। পাওয়ার প্লে-তেই হারিয়ে বসেছে ৪ উইকেট। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ২৭ রান।
আইরিশ ওপেনার স্টিফেন ডোহেনি পঞ্চম ওভারে ফিরে যান। হাসান মাহমুদের বলে উইকেটকিপার মুশফিকুর রহিমের কাছে ক্যাচ দিয়ে ফিরেন ৮ রান করে। টিকতে পারেন নি পল স্টার্লিংও। ডোহেনির পর ইনিংসের নবম ওভারে হাসানের শিকার হন তিনি। ১ চারে ১২ বলে ৭ রান করেছেন আইরিশ তারকা। এরপর অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি-হ্যারি টেক্টরও ফিরে যান।
টেক্টর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন। হাসানের ভেতরে ঢোকা ডেলিভারিতে সময় মতো ব্যাট নামিয়েছিলেন তিনি। কিন্তু তার ব্যাটে লাগার আগে ছুঁয়ে যায় সামনের প্যাড। এরপর রিভিউ নেন বাংলাদেশের অধিনায়ক তামিম। আর রিভিউতে সফল হলে আরেকবার উৎসবে মাতেন ফিল্ডাররা।
টেক্টরের পরই আউট হন অধিনায়ক বালবার্নিও। উইকেট শিকারে যোগ দেন তাসকিন। এই পেসারের অফ স্টাম্পের বাইরের লেংথ বলটি শরীর থেকে দূরে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন অধিনায়ক বালবার্নি। স্লিপে সহজ ক্যাচ নিয়েছেন নাজমুল হোসেন। ২৬ রানে চতুর্থ উইকেট হারায় আয়ারল্যান্ড। ক্রিজে আছেন লরকান টাকাও কার্টিস ক্যাম্ফার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post