স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওপেনারকে হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নামা টাইগাররা পাওয়ার প্লে-তে হারিয়েছে দুই ওপেনার তানজিম হাসান তামিম ও নাঈম শেখকে। মাহিশ থিকশানার বলে তামিম ফেরার পর ইনিংস বড় করার সুযোগ ছিল নাঈমের। কিন্তু সেটি কাজে লাগাতে পারেন নি বাঁহাতি এই ওপেনার।
ধনঞ্জয়া ডি সিলভার বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন। ব্যক্তিগত ১৬ রানে ফিরেন নাঈম। রয়ে সয়ে এগোতে থাকলেও হুট করে বড় শটের চেষ্টায় বিলিয়ে দেন নিজের উইকেট। ২৩ বলে করেন ১৬ রান। উইকেটে নতুন ব্যাটার অধিনায়ক সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত।
এর আগে রানের খাতা খোলার আগেই ফিরেন তানজিদ হাসান তামিম। লঙ্কান স্পিনার মাহিশ থিকশানার বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন তিনি। দলীয় ৪ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। থিকশানার ক্যারম বলে লাইন পুরো মিস করেন তামিম। বল প্যাডে লেগেছে। সতীর্থ নাঈম শেখের সাথে কিঞ্চিত আলাপচারিতায় আম্পায়ারের দেওয়া এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউ নেন নি তিনি।
Discussion about this post