নিজস্ব প্রতিবেদকঃ প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে আফগানিস্তান স্কোর বোর্ডে জমা করে ১৫৪ রান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জবাবে এখন ব্যাট করছে বাংলাদেশ। রান তাড়ায় পাওয়ার প্লে-র ৬ ওভারে জোড়া উইকেট হারিয়েছে টাইগাররা। ওপেনার রনি তালুকদার অল্পতে বিদায় নেওয়ার পর ইনিংস বড় করা হয় নি নাজমুল হোসেন শান্তর।
ফজলহক ফারুকির বলে ৪ রান করে বোল্ড হন রনি। বাঁহাতি এই পেসারের বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন এই ডানহাতি ব্যাটার। এরপর মুবির উর রহমানের বলে বোল্ড হয়েছেন নাজমুল হোসেন শান্তও। মুজিবের বলে খানিকটা জায়গা বানিয়ে স্লগ সুইপ করতে চেয়েছিলেন তিনি। তবে বলের লাইন মিস করে বিপাকে পড়েন এই বাঁহাতি।
শান্তর মিস করা বলটি তার পেটে লেগে তা শেষ পর্যন্ত স্টাম্পে আঘাত হানে। তাতে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ফিরে গেলেন ১৪ রান করা এই ব্যাটার। ১২ বলে ১ ছক্কায় ইনিংস সাজিয়েছেন শান্ত। এরপর ফিরে যান লিটন দাসও। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ১৯ বল খেলে ১৮ রান করেন এই ওপেনার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০