নিজস্ব প্রতিবেদকঃ তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে নিরাপদে পাওয়ার প্লে পার করতে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু দশম ওভারের শেষ বলে রান আউট হয়ে ফিরলেন টাইগার অধিনায়ক। ৩১ বল খেলে ২৩ রান করে বিদায় নেন তিনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মন্থর শুরু করেন দুই ওপেনার। তবে পাওয়ার প্লে-র শেষ ৫ ওভারে ২৮ রান তোলেন তামিম-লিটন।
পাওয়ার প্লে-র ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪২ রান। গ্রাহাম হিউমকে শর্ট ফাইনে খেলেন লিটন দাস। অপর প্রান্তে থাকা তামিম এক রানের ডাক দিয়ে দৌড় দেন। তামিম পৌঁছানোর আগেই সেখানে থাকা ফিল্ডার মার্ক অ্যাডায়ার সরাসরি থ্রো করে ভেঙে দেন উইকেট। আউটের আগে ৪ চারে ৩১ বলে ২৩ রান করেন তামিম।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে নেই মুস্তাফিজুর রহমান। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাঁহাতি এই পেসারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ। ইনজুরির কারণে এই ম্যাচেও খেলা হচ্ছে না মেহেদি হাসান মিরাজের। আয়ারল্যান্ড তাদের একাদশে এনেছে একটি পরিবর্তন। লেগ স্পিনার গ্যারেথ ডিলানির জায়গায় খেলানো হচ্ছে ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিসকে। অভিষেক হয়েছে তাঁর।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, তৌহিদ হৃদয়, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ: স্টিফেন ডোহেনি, পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবির্নি, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, ম্যাথিউ হামফ্রেস ও গ্রাহাম হিউম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post