পাকিস্তানকে অলআউট করে প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ

0
60

নিজস্ব প্রতিবেদকঃ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চট্টগ্রামে প্রথম দুই ম্যাচ হারের পর বৃহস্পতিবার রাজশাহীতে সফরকারীদের অল্পতেই আটকে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগে ব্যাট করে ১৫৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামা পাকিস্তান দলীয় শতরানের আগেই হারায় ৬ উইকেট। এরপর ছোট ছোট জুটিতে ১৫৪ রান করে সফরকারীরা। দুই ওপেনার আনান আওয়াইস ও শাহজাইব খান থিতু হতে পারেন নি। আনান ২ ও শাহজাইব ৩ রান করে ফিরেন।

তিনে নামা মোহাম্মদ তাইব আরিফ প্রতিরোধ গড়লেও ১৭ রানের বেশি করতে পারেন নি। শামিল হোসেনও ১৭ রানের বেশি করতে পারেন নি। অধিনায়ক মির্জা বাইগ করেছেন ইনিংস সর্বোচ্চ ৩৫ রান। আরাফাত আহমেদ করেন ২৮ রান। শেষদিকে আলি আসফান্দ করেন ২৭ রান। তাতে দেড়শ’র কোটা পেরোয় পাকিস্তান।

বাংলাদেশের হয়ে রোহানাত দৌলা ও ইকবাল হোসেন নিয়েছেন ৩টি করে উইকেট। শেখ পারভেজ নেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট শিকার করেছেন জিসান আলম ও ওয়াসি সিদ্দিকী। ১৫৫ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here