স্পোর্টস ডেস্ক:: প্রথমবারের মতো পাকিস্তান-ভারত লড়াইয়ের ব্যবধান হলো ২০০’র বেশি। দুই দলের ইতিহাসে এতো বিশাল ব্যবধানে জিততে পারেনি কেউ। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে রোহিত শর্মার ভারত পাকিস্তানকে হারিয়েছে ২২৮ রানের বড় ব্যবধানে।
এর আগে দুই দলের জয়-পরাজয়ে ব্যবধান এতো বিশাল ছিলো না। ২০০৮ সালে কিটপ্লাই কাপে পাকিস্তানের বিপক্ষে ভারত জিতেছিলো ১৪০ রানে। এতোদিন ভারতের সেটিই ছিলো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বড় জয়।
এবার ২২৮ রানের জয় সেই জয়কেও ছাড়িয়ে গেছে। কলম্বোতে এক তরফা ম্যাচে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। বিরাট কোহলি ও লুকেশ রাহুলের সেঞ্চুরিতে ভারতের রান পাহাড়ে চাপা পড়ে পাকিস্তান। আগে ব্যাট করা ভারত দুই উইকেটে ৩৫৬ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা ভারত ১২৮ রানেই গুটিয়ে গেছে।
কলম্বোয় সোমবার আগে ব্যাট করে ৩৫৬ রানের পাহাড় গড়ে রোহিত শর্মার দল। লক্ষ্য তাড়া করতে নেমে কুলদিপ যাদবের স্পিন ভেল্কিতে পাকিস্তানের ইনিংস থামে মাত্র ১২৮ রানে। ২২৮ রানের রেকর্ড গড়া জয়ে সুপার ফোর পর্ব শুরু করল টুর্নামেন্টের রেকর্ড শিরোপাধারীরা।
তাড়া করতে নামা পাকিস্তান পঞ্চম ওভারে উইকেট হারায়। চোট কাটিয়ে ফেরা জাসপ্রিত বুমরাহর বলে ইমাম উল হক ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ করাতে পারেন নি। আউট সাইড এজ হয়ে গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় ৯ রান করা এই ওপেনারকে। অধিনায়ক বাবরকে ১০ রানে ফেরান হার্দিক। সুবিধা করতে পারেননি মোহাম্মদ রিজওয়ানও। ৫ বলে ২ রান করে শার্দুল ঠাকুরের বলে ফিরেন তিনি।
এরপর আঘা সালমান ও ফখর জামানের জুটি বড় হতে দেননি কুলদিপ। বাঁহাতি ওপেনার ফখর করেছেন ২৭ রান। ২৩ রান করা সালমানকেও ফেনার কুলদিপ। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। ইফতিখার আহেমেদের ২৩ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছেন। ব্যাটিং করতে পারেননি নাসিম শাহ ও হারিস রউফ। ফলে ১২৮ রানে থামতে হয় পাকিস্তানকে। ভারতের হয়ে ২৫ রানে ৫ উইকেট নিয়েছেন কুলদিপ। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন বুমরাহ, হার্দিক ও শার্দুল।