স্পোর্টস ডেস্কঃ চলতি বিশ্বকাপে আরেকটি অঘটনের জন্ম হলো আজ। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। চেন্নাইয়ে বাবর আজমের দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারাল আফগানরা। এর আগে তারা ইংল্যান্ডকে হারায় তারা। এবার তাদের কাছে নাস্তানাবুদ হলো পাকিস্তান। লজ্জার হারে সেমিফাইনালের আশা ক্ষীণ হয়ে গেছে তাদের।
পাকিস্তানের দেয়া ২৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ব্যাটিংয়ে প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই ৬০ রান তুলে আফগানরা। উদ্বোধনী জুটিতে ১৩০ রান পায় তারা। ৬৫ রান করে গুরবাজ ফিরলে ভাঙে এই জুটি।
গুরবাজ ফিফটি করে ফিরলেও আরেক ওপেনার ইব্রাহিম হাঁটছিলেন সেঞ্চুরির পথে। দুর্দান্ত ব্যাট করতে থাকা ইব্রাহিম সেঞ্চুরির থেকে ১১ রান দূরে থাকতে ফিরেছেন সাজঘরে। তিনে নেমে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেন রহমত শাহ। হাশমতউল্লাহ শাহিদিকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে গড়েছেন অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটি। এই দুইজনই দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। ৭৭ রান করে অপরাজিত ছিলেন রহমত।
ওয়ানডেতে আফগানদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটি। এর আগে সর্বোচ্চ ২৭৪ রানের লক্ষ্য তাড়ায় জিতেছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, ২০১৪ সালে। পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তান দুটি টি-টোয়েন্টি জিতলেও ওয়ানডে সংস্করণে প্রথম জয় এটিই। দুই দলের আগের সাত ম্যাচে জিতেছিল পাকিস্তান।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় পাকিস্তানের। দলটির দুই ওপেনার ইমাম-উল হক এবং আবদুল্লাহ শফিক মিলে উদ্বোধনী জুটিতে ৫৬ রান তোলেন। ২২ বলে ১৭ রান করে আউট হন ইমাম। বাবর আজমকে নিয়ে এরপর ৫৪ রানের জুটি গড়েন আবদুল্লাহ শফিক। দারুণ খেলতে থাকা শফিক ৭৫ বলে ৫৮ রান করে আউট হন। অধিনায়ক বাবর এদিন ব্যাট হাতে রানের দেখা পান।
পাকিস্তানের অধিনায়কের ব্যাট থেকে আসে ৯২ বলে ৭৪ রান। ১০ বলে ৮ রান করে বিদায় নেন মোহাম্মদ রিজওয়ান। শেষ দিকে শাদাব খান এবং ইফতিখার ঝোড়ো ব্যাটিংয়ে তুলেন ৭৩ রান। ৩৮ বলে ৪০ রান করেন শাদাব খান এবং ইফতিখারের ব্যাট থেকে আসে ২৭ বলে ৪০ রান। আফগানিস্তানের পক্ষে নুর আহমাদ নেন ৩ উইকেট, নাভিন-উল হক নেন ২টি। এছাড়া ১টি করে উইকেট নেন মোহাম্মদ নবি ও আজমতউল্লাহ ওমরজাই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post