স্পোর্টস ডেস্কঃ করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। বুধবার এক প্রান্তে বুক চিতিয়ে লড়াই করেছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু সতীর্থদের ব্যর্থতায় শেষ রক্ষা করতে পারেননি। সিরিজে সমতা ফেরায় সফরকারীরা। দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে কেন উইলিয়ামসনের দলের জয় ৭৯ রানের। বড় জয়ে সিরিজে ১-১ সমতা আনল তাসমান সাগরপাড়ের দেশটি।
আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়েন ডেভন কনওয়ে ও উইলিয়ামসন। তবে ১ উইকেটে ১৮৩ রানের শক্ত অবস্থানে থেকে কিউইরা শেষ ওভারে অল আউট হয় ২৬১ রানে। রান তাড়ায় শুরু থেকেই চাপে ছিল স্বাগতিকরা। রানের খাতা খোলার আগেই টিম সাউদির বলে বিদায় নেন ওপেনার ফখর জামান। আরেক ওপেনার ইমাম-উল-হককে বিদায় করেন লকি ফার্গুসন।
দলীয় ৯ রানেই দুই ওপেনারকে হারানো পাকিস্তানের ত্রাতা উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানক ও অধিনায়ক বাবর। গড়েন ৫৩ রানের জুটি। রিজওয়ানকে বোল্ড করে এ জুটি ভাঙেন মিচেল স্যান্টনার। এরপর আর সে অর্থে জুটি গড়তে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪২ বল বাকি থাকতেই আউট হয়ে যায় তারা।
এক প্রান্ত আগলে রেখে লড়াই করেছিলেন বাবর। ইশ শোধির বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ার আগে খেলেন ৭৯ রানের ইনিংস। ১১৪ বলে ৮টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ৫০ বলে ২৮ রান করেন রিজওয়ান। এছাড়া আঘা সালমানের ব্যাট থেকে আসে ২৫ রান। নিউজিল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট পান শোধি ও সাউদি।
টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ফিন অ্যালেনকে হারায় নিউজিল্যান্ড। কনওয়ে ফিফটি পূর্ণ করেন ৫৭ বলে। ৫৩ বলে পঞ্চাশ স্পর্শ করেন উইলিয়ামসন। এরপর বাঁহাতি কনওয়ে দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন ৮৯ বলে। স্যান্টনারের ৪০ বলে একটি করে চার-ছক্কায় গড়া ৩৭ রানের সৌজন্যে লড়াইয়ের পুঁজি পায় সফরকারীরা। ৩৮ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার মোহাম্মদ নওয়াজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post