স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপ নিয়ে পাকিস্তানকে চাপে ফেলতে চাইছে ভারত। বিসিসিআই পরিকল্পনা করছে, পাকিস্তানকে বাদ দিয়েই এশিয়া কাপের আদলে টুর্নামেন্ট আয়োজন করতে। তাতে করে এশিয়া কাপ বাতিল হবে বা স্থগিতের নামে বাতিল করা হবে।
আগামি এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। পিসিবি জানিয়েছে, তারা নিজেদের মাঠেই টুর্নামেন্টটি আয়োজন করবে এবং ভারতকে অবশ্যই পাকিস্তানে গিয়ে খেলতে হবে। অপর দিকে ভারত জানিয়েছে, এশিয়া নিরপেক্ষ ভেন্যুতে হলে তারা খেলবে। পাকিস্তানে যাবে না ভারতীয় দল।
এ নিয়ে দুই পক্ষের টানা হেঁচড়ার মধ্যেই ভারতীয় বোর্ড বিসিসিআই নতুন করে ফন্দী করছে। বিসিসিআই এশিয়া কাপের নিয়ন্ত্রক সংস্থা এসিসিকে চাপ দিচ্ছে এশিয়া কাপের আদলে বাকী পাঁচ দলকে নিয়ে দুবাইতে একটি টুর্নামেন্ট আয়োজন করতে। এশিয়া কাপের উইন্ডোতেই টুর্নামেন্টটি হবে। হিন্দুস্থান টাইমস এমন খবরই দিয়েছে।
এসিসির চেয়ারম্যান ও ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ভারত দল কখনোই পাকিস্তানে খেলতে যাবে না। পাকিস্তান নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলো। তবে এখন কিছুটা নমনীয় হয়েছে। পিসিবি জানিয়েছে, তারা কেবল ভারতের বিপক্ষের ম্যাচগুলো আরব-আমিরাতে খেলবে। বাকী সব ম্যাচ পাকিস্তানেই হবে। এরই মধ্যে ভারতের নতুন পরিকল্পনার খবর চাউর হলো।
এসিসির কোনো ইভেন্ট স্থগিত করতে হলে কার্যনির্বাহী পরিষদের সভা ডাকতে হয়। সাত দিনের মধ্যে এই সভা ডেকে বৈঠকে সিদ্ধান্ত নিলেই তা কার্যকর হবে। তবে এখনো এসিসি এমন কোনো বৈঠকের খবর পাঠায়নি সদস্য দেশগুলোর কাছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০