স্পোর্টস ডেস্ক:: সিরিজের শেষ টেস্টে দ্বিতীয় দিন শেষে বড় ব্যবধানে পিছিয়ে আছে পাকিস্তান। দলকে বিপদে ফেলে ফিরে গেছেন বাবর, রিজওয়ান-আব্দুল্লাহরা। দ্বিতীয় দিন শেষে পাকিস্তান পিছিয়ে আছে ১৮৭ রানে। হাতে আছে মাত্র তিন উইকেট। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের পর বোলিংয়েও দাপট দেখিয়েছে স্বাগতিকরা।
শ্রীলঙ্কার করা প্রথম ইনিংসে ৩৭৮ রানের জবাবে পাকিস্তান দ্বিতীয় দিন শেষ করেছে ৭ উইকেটে ১৯১ রানে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আব্দুল্লা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রানের খাতা খুলতে পারেননি। অধিনায়ক বাবর আজমও দলের বিপদে ব্যাট হাতে উইকেটে থাকতে পারেননি। দলীয় ৩৫ রানে দ্বিতীয় উইকেটে ব্যক্তিগত ১৬ রানেই তিনি ফিরেছেন সাজঘরে। আজহা সালমান ছাড়া সফল হতে পারেননি কোনো ব্যাটার। এখন পর্যন্ত ইনিংস সর্বোচ্চ ৬২ রান করে প্যাভেলিয়নে গেছেন এই ব্যাটার।
পাকিস্তানের ব্যাটিং তারকা মোহাম্মদ রিজওয়ান বেশিদূর যেতে পারেননি। ব্যক্তিগত ২৪ রানে চতুর্থ উইকেটে দলীয় ৪৮ রানেই তিনি ফিরেন সাজঘরে। ফাওয়াদ আলমও ২৪ রান করে ফিরেছেন। ১২ রান করেছেন নেওয়াজ। ১৩ রানে অপরাজিত আছেন ইয়াসির শাহ।
শ্রীলঙ্কার হয়ে রমেশ মেন্ডিস ৩টি ও প্রবাথ জয়াসুরিয়া ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে প্রথম দিন ৮৬ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩১৫ রান করা শ্রীলঙ্কা দ্বিতীয় দিন অলআউট হয়ে ৩৭৮ রানে। নিরোশান ডিকেওয়ালা ফিফটি পূরণ করে ফিরেছেন ৫১ রানে। রমেশ মেন্ডিস করেছেন ৩৫ রান। এর আগে ৮০ রান করেন দীনেশ চান্দিমাল, ৫০ রান করেন ওশাদা ফার্নান্দো, ৪২ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, ৪০ রান করেন দিমূথ করুনারাত্মে।
পাকিস্তানের হয়ে ইয়াসির শাহ ও নাসিম শাহ ৩টি করে করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০