স্পোর্টস ডেস্কঃ আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে সেমিফাইনালে খেলা সম্ভাব্য চার দলের নাম বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। তারকা এই অলরাউন্ডার ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক। এবারের আসরে তিনি পাকিস্তানকে পাঁচ নম্বর দলেও রাখেন নি।
যুবরাজ মনে করেন অস্ট্রেলিয়া ও ভারত অবশ্যই সেমিফাইনালে খেলবে। সেই সঙ্গে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের সঙ্গে দক্ষিণ আফ্রিকারও সেমিফাইনালে খেলার সুযোগ আছে। যুবরাজ বলেন, ‘অবশ্যই ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে থাকবে। আমি এখানে পাঁচটি দলকে সেমিফাইনালের জন্য বাছাই করব। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আমার মনে হয় দক্ষিণ আফ্রিকার পাওনা আছে। সাদা বলে তাদের একটি ট্রফি দরকার।’
এদিকে এর আগে এক সাক্ষাৎকারে সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হাশিম আমলা জানান ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সেমিফাইনালে যাওয়ার সম্ভাব্য বেশি। এছাড়া বীরেন্দর শেবাগ, মুত্তিয়া মুরালিধরন, গ্লেন ম্যাকগ্রা, জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটাররা নিজেদের শেষ চারের নাম জানিয়ে দিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post