পাকিস্তানকে জেতানোর পর মায়ের কথা মনে পড়ছিল নাসিমের

0
63

স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান। বৃহস্পতিবার শ্রীলঙ্কার হাম্বানটোটায় দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ৩০০ রান করে আফগানরা। জবাব দিতে নেমে শেষদিকে এসে খেই হারায় বাবর আজমের দল। তবে ১ বল বাকি থাকতে পাকিস্তানকে ১ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেন নাসিম শাহ। এ জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে থেকে জিতে নিল বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।

শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন পড়ে ১১ রানের। আফগান পেসার ফজলহক ফারুরির প্রথম বলে রান আউট হয়ে যান শাদাব। বোলার বল ছাড়ার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান ব্যাটসম্যান, বল না ছেড়ে স্টাম্প ভেঙে দেন ফারুকি। দ্বিতীয় বলে চার মারেন নাসিম। পরের দুই বলে আসে ১ রান। ৩ বলে দরকার ৬। চতুর্থ বলে আফগান ফিল্ডারের তালগোল পাকানো ফিল্ডিংয়ে হারিস রউফের ব্যাট থেকে আসে ৩ রান। পঞ্চম বল ঠিকমতো খেলতে পারেননি নাসিম, ব্যাটের কানায় লেগে থার্ড ম্যান দিয়ে হয়ে যায় বাউন্ডারি।

পাকিস্তানকে সিরিজ জিতিয়ে নাসিম জানান, মায়ের কথা মনে পড়ছে তাঁর। ২০১৯ সালের নভেম্বরে মা-কে হারান পাকিস্তানের এই তরুণ পেসার। সে বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজবেন টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশিত এক ভিডিওতে ২০ বছর বয়সী নাসিম মা-কে নিয়ে বলেন, ‘আমি কেবল একটি কথাই বলব- আজকের এই মুহূর্তটা যদি মা দেখতে পেত। এখন বলার মতো আর কিছু নেই।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here