স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ক্রিকেটের র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানকে হটিয়ে হারানো রাজত্ব ফিরে পেয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শনিবার দক্ষিণ আফ্রিকাকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হারিয়েছে দলটি। আর এতেই র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছে দল।
গেল রাতে অজিরা জিতেছে ১২৩ রানে। ব্লুফন্টেইন টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩৯২ রানের পাহাড় গড়ে সফরকারীরা। জবাব দিতে নেমে প্রোটিয়াদের ইনিংস থামে ২৬৯ রানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া ২-০’তে লিড নেয়।
এই জয়ের পরই আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। মূলত বড় ব্যবধানে জয়ের ফলেই র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে গেছে অস্ট্রেলিয়া। র্যাঙ্কিংয়ে পাকিস্তানের চেয়ে মাত্র এক রেটিং পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে আছে অজিরা। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট বর্তমানে ১২১। আর পাকিস্তানের রেটিং পয়েন্ট ১২০।
অবশ্য অস্ট্রেলিয়াকে পেছনে ফেলার সুযোগ পাকিস্তানের সামনে রয়েছে। কেননা দুর্দান্ত গতিতে ছুটে চলছে দলটি। চলমান এশিয়া কাপেও দারুণ পারফরম্যান্স উপহার দিচ্ছে বাবর আজমের দল। এদিকে ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের তিনে আছে ভারত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post