স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমনিতেই বিভিন্ন ক্যাটাগরিতে ম্যাচ জিতলে পুরস্কার দেয় ক্রিকেটারদেরকে। তবে সবচেয়ে আর্থিক পুরস্কার মিলে টেস্ট ম্যাচ জিতলে।
টেস্টে রেঙ্কিংয়ে এক থেকে ছয় নম্বরে থাকা দলগুলোকে হারাতে পারলে মিলে সবচেয়ে বেশি বোনাস। এ ক্ষেত্রে প্রত্যেক ক্রিকেটার পান ৪ লাখ টাকার বোনাস পুরস্কার।
পাকিস্তানকে সিরিজের প্রথম টেস্ট ১০ উইকেটের বড় ব্যবধানে হারানোর পর দ্বিতীয় টেস্টেও ৬ উইকেটের ব্যবধানে জিতে বাংলাদেশ দল। তাই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার পাবেন জাতীয় দলের ক্রিকেটাররা।
সব মিলিয়ে ৩ কোটি ২০ লাখ টাকার বেশি পুরস্কার পাচ্ছেন জাতীয় দলের সদস্যরা্। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বিসিবি সভাপতি বোর্ডের পক্ষ থেকে দিচ্ছেন ৮০ লাখ টাকা।
তাতে করে স্কোয়াডের প্রত্যেক সদস্য কম পক্ষে ২০ লাখ টাকা করে পাচ্ছেন পুরস্কার। পাকিস্তান সিরিজ জয়ে তাই আর্থিক ভাবেও বেশ লাভবান হচ্ছেন ক্রিকেটাররা। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আজই ক্রিকেটারদের হাতে তুলে দেবেন আর্থিক পুরস্কারের টাকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০