স্পোর্টস ডেস্ক:: টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে গেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি জিতে আফগানরা এগিয়ে গেলো ১-০ ব্যবধানে। শারজাহতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তান।
আগে ব্যাট করা পাকিস্তান আফগান বোলিং তোপে ইনিংস শেষ করে মাত্র ৯২ রানে। জবাবে খেলতে নামা আফগানিস্তানকের খুব একটা পরীক্ষা নিতে পারেননি পাকিস্তানের বোলাররা। মোহাম্মদ নবী ও জর্দানের ব্যাটে চড়ে মাত্র চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় দলটি।
৯৩ রানের টার্গেটে খেলতে নামা আফগানিস্তানও শুরুটা ভাল করতে পারেনি। অর্ধশতকের আগেই হারায় চার উইকেট। পঞ্চম উইকেটে নবী ও জর্দান ৫৩ রানের জুটি গড়ে জয় নিয়ে মাঠ ছাড়েন। ১৬ রান করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তিন চার ও এক ছক্কায় ৩৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ নবী। দুই চারে ২৩ বলে ১৭ রান করে তার সঙ্গী হন মোহাম্মদ জর্দান।
পাকিস্তানের হয়ে ইসানুল্লাহ ২টি, নাসিম শাহ ও ইমাদ ওয়াসিমরা ১টি করে উইকেট লাভ করেন।
টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান ইমাদ ওয়াসিম ও সিয়াম আয়ুবের ব্যাটে ৯ উইকেটে ৯২ রান তুলে। ইনিংস সর্বোচ্চ ১৮ রান করেন ইমাদ ওয়াসিম। ৩২ বলের ইনিংসে অবশ্য তিনি কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন সিয়াম আয়ুব। ১৫ বলের ইনিংসে দুই চার ও এক ছক্কা হাঁকান তিনি। ১৬ রান আসে তায়ুব তাহিরের ব্যাট থেকে।
আফগানিস্তানের হয়ে ফজল হক ফারুকী, মুজিব ও নবী ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০