স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানকে হারিয়ে রীতিমতো ইতিহাস হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের ক্রিকেটার সৌরভ নেত্রভালঙ্কার আসল পরিচয় তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চাকরির পাশাপাশে মাঝে মধ্যে ক্রিকেট খেলেন তিনি। নিজের প্রতিষ্ঠান থেকে বিশ্বকাপ খেলার জন্য ১৭ জুন পর্যন্ত ছুটি নিয়ে এসেছেন।
বিশ্বকাপ বিবেচনায় গ্রুপ পর্ব পর্যন্ত ছুটি নিয়ে ছিলেন তিনি। এবার বোধয় তার ছুটি বাড়াতেই হবে। পরপর দুই জয়ে যুক্তরাষ্ট্র সুপার এইটের সম্ভাবনা বেশ জাগিয়ে তুলেছে। ক্রিকেটের অখ্যাত দেশটি বিশ্বকাপে যেনো নতুন ইতিহাস রচনা করছে। আর সেই ইতিহাসের নায়ক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মার্কিন মুল্লুকের কোম্পানী ওর্যাকলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন ভারতীয় এই বংশোদ্ভুত।
বল হাতে সুপার ওভারে যুক্তরাষ্ট্রের জয়ের নায়ক এই সৌরভ নেত্রভালস্কার। সুপার ওভারে পাকিস্তানের সামনে ১৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেন দুই ব্যটার অ্যারন জোন্স ও হারমিত সিং। ডালাসের গ্র্যান্ড প্রেইরির গ্যালারিতে এরপর বাকীটা গল্পটা রচনা করেন পেসার সৌরভ। পাকিস্তানকে আটকে দেন ১৩ রানে।
নেত্রভালকর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মূলত জীবিকার তাগিদে।
ভারতের মুম্বাইয়ে জন্ম নেওয়া এই ক্রিকেটার যুব বিশ্বকাপ খেলেছেন ভারতীয়দের হয়ে। খেলেছেন রঞ্জি ট্রফিতেও। তবুও তেমন সুযোগ পাচ্ছিলেন না ভারতীয় ক্রিকেটে। এরপর স্টুডেন্ট ভিসা নিয়ে চলে যান যুক্তরাষ্ট্রে। পড়ালেখা শেষে দেশটির বিখ্যাত কোম্পানি ওব়্যাকলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। তার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, সৌরভ ওব়্যাকলের টেকনিকাল স্টাফের প্রিন্সিপাল সদস্য।
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আমেরিকার জার্সিতে অভিষেক হয় সৌরভের। দেশটির হয়ে ২৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিয়েছেন ২৯টি উইকেট। সব মিলিয়ে মার্কিনিদের হয়ে ৪৮টি ম্যাচ খেলে এই ইঞ্জিনিয়ার নিয়েছেন ৭৩টি উইকেট।
সৌরভের কোম্পানী ওরাকল অভিনন্দন জানিয়ে লিখেছে, ‘ঐতিহাসিক ফলাফলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে শুভেচ্ছা। দলের জন্য গর্বিত। পাশাপাশি আমাদের ইঞ্জিনিয়র এবং ক্রিকেট তারকা সৌরভের জন্যও গর্বিত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post