স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ২৮২ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় তাদের। দলটির দুই ওপেনার ইমাম-উল হক এবং আবদুল্লাহ শফিক মিলে উদ্বোধনী জুটিতে ৫৬ রান তোলেন। ২২ বলে ১৭ রান করে আউট হন ইমাম।
বাবর আজমকে নিয়ে এরপর ৫৪ রানের জুটি গড়েন আবদুল্লাহ শফিক। দারুণ খেলতে থাকা শফিক ৭৫ বলে ৫৮ রান করে আউট হন। অধিনায়ক বাবর এদিন ব্যাট হাতে রানের দেখা পান। পাকিস্তানের অধিনায়কের ব্যাট থেকে আসে ৯২ বলে ৭৪ রান। ১০ বলে ৮ রান করে বিদায় নেন মোহাম্মদ রিজওয়ান।
শেষ দিকে শাদাব খান এবং ইফতিখার ঝোড়ো ব্যাটিংয়ে তুলেন ৭৩ রান। ৩৮ বলে ৪০ রান করেন শাদাব খান এবং ইফতিখারের ব্যাট থেকে আসে ২৭ বলে ৪০ রান। আফগানিস্তানের পক্ষে নুর আহমাদ নেন ৩ উইকেট, নাভিন-উল হক নেন ২টি। এছাড়া ১টি করে উইকেট নেন মোহাম্মদ নবি ও আজমতউল্লাহ ওমরজাই।
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, ইমাম উলহক- সমৃদ্ধ একটি ব্যাটিং লাইনআপকে ৩০০ রানের নিচে আটকে রাখতে পারায় বোলারদের প্রশংসা করলেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজ (গতকাল) আমাদের বোলিং খুব ভালো ছিল। বিশেষ করে স্পিন বোলিং। আমরা নুরকে (নুর আহমেদ) সুযোগ দিয়েছি এবং সে নিজেকে প্রমাণ করেছে। ম্যাচটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের হাতে ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post