স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপে ভারত-পাকিস্তানের সঙ্গী হলো হংকং। পাকিস্তানী বংশোদ্ভুত ক্রিকেটারের ব্যাটে চড়ে এশিয়া কাপের আয়োজক সংযুক্ত আরব-আমিরাতকে কাঁদিয়ে মূল পর্বে জায়গা করে নিলো হংকং। এশিয়া কাপের আয়োজক মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব-আমিরাত। কিন্তুু ঘরের মাঠে খেলতে পারবে না স্বাগতিকরা।
এশিয়া কাপের বাছাই পর্ব উতরাতে পারেনি আরব-আমিরাত। দুবাই-শারজায় হতে যাওয়া এশিয়া কাপে তাই স্বাগতিকরা দর্শক। বাছাই পর্বের ম্যাচে হংকং ৮ উইকেটের ব্যবধানে তাদেরকে হারিয়ে মূল পর্ব নিশ্চিত করেছে।
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচটিতে আগে ব্যাট করা সংযুক্ত আরব-আমিরাত ১৪৭ রান তুলে ছিলো। জবাবে খেলতে নামা হংকং মাত্র ২ উইকেট হারিয়ে মূল পর্ব নিশ্চিত করে ফেলে। পাকিস্তানী বংশোদ্ভুত ইয়াসিম মর্তুজার হাফ সেঞ্চুরিতেই জিতেছে হংকং।
১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নামা হংকং এক ওভার ও ৮ উইকেট হাতে রেখে হেসে-খেলেই জয় নিশ্চিত করে। দুই ওপেনার নিজাকাত খান ও ইয়াসি মর্তুজার উদ্বোধনী জুটিতেই দলটি ৮৫ রান পেয়ে যায়। তাতেই জয়ের পথ সহজ হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেছেন পাকিস্তানী বংশোদ্ভুত ইয়াসিম। ৪৩ বলের ইনিংসে সাতটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। আরেক ওপেনার নিজাকাত খান ৩৯ বলে ৩৯ রান করেন। পাঁচ চারের মার ছিলো তার ইনিংসে। ৩৮ রানে বাবর হায়াত ও ৬ রানে কিঞ্চিত শাহ অপরাজিত থাকেন।
সংযুক্ত আরব-আমিরাতের হয়ে বাসিল হামেদ ও জুনায়েদ সিদ্দিকী ১টি করে উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা সংযুক্ত আরব-আমিরাত হংকয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে তিন বল আগে অলআউট হয় ১৪৭ রানে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪৯ রান করেন অধিনায়ক রিজওয়ান। দ্বিতিয় সর্বোচ্চ ৪১ রান করেন জাওয়াদ ফরিদ। ১৮ রান আসে মোহাম্মদ ওয়াসিমের ব্যাট থেকে।
হংকংয়ের জন্য ইষাণ খান ৪টি, আয়ুশ শুকলা ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০