স্পোর্টস ডেস্ক:: সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে লিড নিয়েছে পাকিস্তান। নিজেদের ৫০০তম ওয়ানডে ম্যাচও জিতেছে দলটি। ফখর জামানের শতকে নিউজিল্যান্ডকে হারিয়ে পাঁচশ জয়ের স্বাদ পায় বাবর আজমরা।
কিন্তুু এমন ম্যাচের পরও পাকিস্তানের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কথা হচ্ছে। হারিস, নাসিম শাহ ও শাহীন আফ্রিদীদের বোলিংয়ে গতি বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। কিউদের বিপক্ষে জেতার পরও পাকিস্তান দলে বোলিংয়ে ঘাটতি দেখছেন সাবেক ব্যাটসম্যান রমিজ রাজা। পিসিবির সাবেক এই চেয়ারম্যান তাই বোলিং ডিপার্টমেন্টে উন্নতি করার পরামর্শ দিয়েছেন। দলের সেরা দুই বোলার শাহীন শাহ আফ্রিদী ও হারিস রউফকে বলের গতি বাড়ানোর পরামর্শ তিনি দিয়েছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের ৫০০তম ওয়ানডে জয়ের ম্যাচটিতেও দু’জন খুব খারাপ বোলিং করেননি। বড় রানের ম্যাচটিতে দু’জনেই শিকার করেছেন ২টি করে উইকেট ।তবে তাতেও মন ভরেনি ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজার। দু’জনের রান খরচটাই চোখে পড়েছে সাবেক এই ব্যাটসম্যানের। শাহীন শাহ আফ্রিদী ৬৩ রান করেছেন করেছেন ১০ ওভারে। রউফ ৬৫ রান দিয়েছেন ১০ ওভার বল করে।
দুই বোলারের বোলিং নিয়ে প্রশ্ন তুলে রমিজ রাজা বলেন, ‘হারিস রউফের বোলিং নিয়ে প্রশ্ন আছে। আমি করি সে লেংথ বোলার হিসেবে অতটা কার্যকর নয়। সে এর চেয়ে ভালো ইয়র্কার অথবা গতির তারতম্য দিয়ে বোলিং করুক। টি-২০ ক্রিকেটে ব্যাটসম্যানরা সুযোগ নেওয়ার চেষ্টা করে। এ কারণে এই সংস্করণে সে সহজেই উইকেট পায়। ওয়ানডের বোলিং আলাদা। আমি মনে করি তার ওয়ানডেতেরও আরো কার্যকরী হতে গতি বাড়াতে হবে। সামগ্রিক ভাবে তার গতি কমেছে। গতি আরেকটু বাড়াতে হবে।’
আফ্রিদীকেও গতি বাড়াতে হবে জানিয়ে রমিজ রাজা বলেন, ‘ভবিষ্যতে আফ্রিদীল গড় গতি ১৩৬ কিলোমিটার থেকে আরো বাড়াতে হবে। বিশেষ করে এ ধরনের পিচে নিজের বোলিংটা বুঝতে হবে আপনাকে। এখানে আপনি মুভমেন্ট পাবেন না। তাই এখানে কার্যকরী হতে হলে আপনার বৈচিত্র থাকতে হবে। থাকতে হবে তীব্র গতি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০