নিজস্ব প্রতিবেদকঃ পালাবদলের নাটকীয়তার মাঝেই আবারও অধিনায়কের পরিবর্তন আনলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের সাদা বলের দুই ফরম্যাট ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাবর আজমকে পুনরায় অধিনায়কের দায়িত্ব দিয়েছে বোর্ড। আনুষ্ঠানিকভাবে রোববার পিসিবি নিশ্চিত করে বিষয়টি।
এদিকে পিসিবির এমন সিদ্ধান্তে অবাক সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। নিজের জামাই শাহিন আফ্রিদিকে সরিয়ে বাবরকে আবার দায়িত্ব দিয়েছে বিসিবি। যেটি বেশ অবাক করেছে তারকা এই অলরাউন্ডারকে। বোর্ডের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন শাহিনের শ্বশুর আফ্রিদি। তাঁর মতে, নেতৃত্বে পরিবর্তনের প্রয়োজন হলে মোহাম্মদ রিজওয়ান হতে পারত সেরা পছন্দ।
আফ্রিদি বলেন, ‘পাকিস্তানের অভিজ্ঞ নির্বাচক কমিটির সিদ্ধান্তে আমি অবাক। নেতৃত্বে বদল আনার প্রয়োজন থাকলে রিজওয়ানকে দায়িত্ব দেয়া যেত। সেটাই হত সবচেয়ে ভালো সিদ্ধান্ত। তবে বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে পূর্ণ সমর্থন দিচ্ছি। বাবরকে শুভকামনাও জানিয়েছেন তিনি। শাহিনের শ্বশুর বলেন, ‘যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়েছে, আমি পাকিস্তান দল ও বাবর আজমকে পূর্ণ সমর্থন ও শুভকামনা জানাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post