পাকিস্তানের আর কি কোনো আশা আছে ঘুরে দাঁড়ানোর?

0
23

স্পোর্টস ডেস্কঃ টানা দুই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও এরপর টানা তিন হারে পাকিস্তানের সেমি ফাইনালের স্বপ্ন অনেকটাই ধূসর। সবশেষ তারা গতরাতে হেরেছে আফগানিস্তানের বিপক্ষে, ৮ উইকেটের বড় ব্যবধানে। এমন হারের পর বোলিং আর ফিল্ডিংকেই দুষছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

বাবর মনে করেন মাঝের ওভারগুলোতে উইকেট তুলে নিতে না পারাতেই ম্যাচের লাগাম হাতছাড়া হয়ে গেছে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে তিন বিভাগেই ভালো করতে না পারলে জেতার সুযোগ নেই এমনটাই ধারণা তার। টানা হারের বৃত্তে থাকা পাকিস্তানের আর কি কোনো আশা আছে ঘুরে দাঁড়ানোর?

অধিনায়ক বাবর বললেন, ‘শেষ পর্যন্ত কী হবে, আপনি জানেন না। কেউ জানে না। এটা ক্রিকেট, যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা শেষ পর্যন্ত নিজেদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব। আরও অনেক ম্যাচ বাকি আছে। আমরা পরের সব কটি ম্যাচ জেতার চেষ্টা করব। একই সঙ্গে চেষ্টা করব নিজেদের ভুলগুলো কাটিয়ে উঠতে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here