স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়া দলটির আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ফ্লোরিডায় সেই ম্যাচ শুরুর আগে টস অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে।
আর সেই টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে পল স্টার্লিংয়ের নেতৃত্বাধীন আয়ারল্যান্ড। যাদেরও কি-না বিশ্বকাপ যাত্রা শেষ হচ্ছে এই ম্যাচে।
দুই দলই নিজেদের একাদশে পরিবর্তন এনেছে। পাকিস্তানের একাদশে নেই নাসিম শাহ। তার পরিবর্তে আব্বাস আফ্রিদি খেলতে নামছেন। এদিকে আয়ারল্যান্ডের একাদশ থেকে বাদ পড়েছেন ক্রেইগ ইয়ং। তার পরিবর্তে এসেছেন বেন ওয়াইট।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, উসমান খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহীন আফ্রিদি, আব্বাস আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ আমির।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ডি বালবার্নি, লরক্যান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডাইর, ব্যারি ম্যাকার্থি, জশ লিটল ও বেন ওয়াইট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post