স্পোর্টস ডেস্কঃ চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ক্রিকেটের জন্য দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার ঘোষিত দলে একাধিক তারকা ক্রিকেটারদের এশিয়ান গেমসের দলে রেখেছে পিসিবি। জাতীয় দলে খেলা পেসার মোহাম্মদ হাসনাইন-শাহনেওয়াজ দাহানিরা আছে দলে।
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমসের এবারের আসর। ইতোমধ্যে বাংলাদেশ-ভারতের মতো দলগুলো তাদের ক্রিকেটারদের নামের তালিকা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে পাঠিয়েছে। এবার দল ঘোষণা করল পাকিস্তান।
এশিয়ান গেমসের পাকিস্তান দলে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে আমির জামাল, আরশাদ ইকবাল, আসিফ আলী, হায়দার আলী, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, শাহনওয়াজ দাহানি এবং উসমান কাদিরের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে। অধিনায়কত্ব পাওয়া কাসিম আকরামের অবশ্য জাতীয় দলের হয়ে এখনও অভিষেকই হয়নি।
এশিয়ান গেমসে পাকিস্তান দল-
কাসিম আকরাম (অধিনায়ক), ওমায়ের বিন ইউসুফ (সহ-অধিনায়ক), আমির জামাল, আরাফাত মিনহাজ, আরশাদ ইকবাল, আসিফ আলী, হায়দার আলী, খুশদিল শাহ, মির্জা তাহির বায়েগ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ আখলাখ (উইকেটরক্ষক), রোহেইল নাজির, শাহনেওয়াজ দাহানি, সুফিয়ান মুকিম এবং উসমান কাদির।
রিজার্ভ- আব্দুল ওয়াহিদ, মেহরান মুমতাজ, মোহাম্মদ ইমরান জুনিয়র, মোহাম্মদ ইরফান খান নিয়াজি এবং মুবাসির খান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post