স্পোর্টস ডেস্কঃ আসন্ন এশিয়া কাপের দলে পরিবর্তন আনল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শনিবার সৌদ শাকিলকে ১৭ সদস্যের দলে যোগ করা হয়েছে। এদিকে ডানহাতি ব্যাটার তৈয়ব তাহির ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সাথে থাকবেন। শাকিল গত মাসে শ্রীলঙ্কা সফরে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন।
আগামী ৩০ আগস্ট মুলতানে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের এশিয়া কাপ। শ্রীলঙ্কায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ২৭ আগস্ট মুলতানে পৌঁছাবে পাকিস্তান দল। ২৯ আগস্ট মঙ্গলবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে বিকাল থেকে অনুশীলন করবে বাবর আজমরা।
পাকিস্তান স্কোয়াড-
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলি আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মো. ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, সৌদ শাকিল, তৈয়ব তাহির (রিজার্ভ)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post