স্পোর্টস ডেস্ক:: ক্রিকেট সমর্থকদের চাওয়া আরেকটি ভারত-পাকিস্তান লড়াই। আর সেটি যদি হয় বিশ্বকাপের আসর, তবে তো কথা নেই, ক্রিকেট দুনিয়া মেতে উঠবে উৎসবে, ক্রিকেটানন্দে। সেই চাওয়ার কিছুটা পূরণ হয়ে গেছে। নিউজিল্যান্ডকে প্রথম সেমিফাইনালে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।
এবার বৃহস্পতিবার ইংল্যান্ডকে ভারত হারাতে পারলেই ফাইনালে আরো একবার রোমাঞ্চকর ম্যাচ হবে। ক্রিকেট দুনিয়ার চাওয়া ভারত-পাকিস্তান ফাইনাল হবে। ফাইনাল নিশ্চিতের পর পাকিস্তানের ব্যাটিং কোচ ম্যাথু হেইডেন ভারতকে প্রতিপক্ষ হিসেবে ফাইনালে পাওয়ার প্রত্যাশা করেছিলেন।
এবার পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতারও ফাইনালে ভারতকে আমন্ত্রণ জানালেন। তারও চাওয়া ভারত-পাকিস্তান ফাইনাল। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ৈছে পাকিস্তান। আগে ব্যাট করা কিউরা ১৫২ রানে থামে ৪ উইকেটে। জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান মাত্র তিন উইকেট হারিয়ে বাবর-রিজওয়ানের ফিফটিতে জয় নিশ্চিত করে ফেলে।
ব্যাটে–বলে দারুণ খেলে নিউজিল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান। দাপুটে জয়ের পর বাবর–শাহিনরা এখন রীতিমতো উড়ছেন। কদিন আগে যেসব সাবেক খেলোয়াড় পাকিস্তান দলকে সমালোচনার তিরে বিদ্ধ করেছেন, তাঁরাই এখন প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছেন।
পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত বলেছিলেন। সুপার টুয়েলভে দলটির হারের পর নানা সমালোচনাও করেন অনেকে। তখনি শোয়েব জানিয়ে ছিলেন, এবারের বিশ্বকাপে ব্যর্থ হবে পাকিস্তান। সেই দল ফাইনাল নিশ্চিতের পর তিনি প্রশংসা করছেন।
ফাইনালে ভারতকে আমন্ত্রণ জানিয়ে টুইটারে এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, ‘ভারতকে বলেছি, আমরা মেলবোর্ন পৌঁছে গেছি। আমরা আপনাদের অপেক্ষায় আছি। আপনারাও চলে আসুন। কাল ইংল্যান্ডকে হারিয়ে আপনারাও মেলবোর্নের টিকিট কাটুন। মেলবোর্নেই ১৯৯২ সালে আমরা ইংল্যান্ডকে হারিয়ে ছিলাম। সেটা ৯২ সাল ছিল, এখন ২০২২, এটুকুই কেবল পার্থক্য। আমি চাই ভারত-পাকিস্তান ফাইনাল হোক। আর অন্তত একটি ম্যাচ হোক দুই দলের। গোটা পৃথিবী এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০