স্পোর্টস ডেস্ক:: দীর্ঘ দিন থেকেই দলের বাইরে। পাকিস্তানের ক্রিকেটার আহমেদ শেহজাদ একে একে বাদ পড়েছেন টেস্ট, ওয়ানডে এবং সবশেষ টি-২০ দল থেকে। তবে তিনি দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন। এখনো খেলছেন ঘরোয়া ক্রিকেটে।
এবার তিনি অদ্ভুত এক দাবি করলেন। জানালেন, তিনি দল থেকে বাদ পড়ার পর থেকেই সমর্থকেরা খেলা দেখা বন্ধ করে দিয়েছেন। পাকিস্তানের খেলা হলে এখন আর তার সমর্থকেরা খেলা দেখেন না। ২০১৭ সালে পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে দল থেকে বাদ পড়েন তিনি। বাজে পারফর্মের কারণে ২০১৯ সালে টি-২০ দল থেকেও বাদ পড়ে যান এই ক্রিকেটার।
তবে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই খেলছেন শেহজাদ। স্বপ্ন দেখছেন আবারো জাতীয় দলে ফেরার। দল থেকে বাদ পড়ার পর চোটেও পড়েছেন। অস্প্রোপচারও করেছেন। সবশেষ গত মার্চে পাকিস্তানের লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেছেন সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি তার সমর্থকেরা দেশের খেলা দেখা ছেড়ে দিয়েছেন বলে অদ্ভুত দাবি করেন।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে আহমেদ শেহজাদ বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে পুরো একটা পৃথীবী আছে। যখন আমি ভক্তদের সঙ্গে দেখা করি, তারা আমাকে বলে যে, যখন থেকে আমি দলের বাইরে, তারা ক্রিকেট দেখাই ছেড়ে দিয়েছে। আবার অনেকের দাবি, তাদের কাছে আগের দলই বেশি পছন্দের ছিলো।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০