পাকিস্তানের ক্রিকেট বাংলাদেশের সমতুল্য নয়- ইসিবি কর্মকর্তা ডিকাসন

0
23

স্পোর্টস ডেস্ক: সম্পূর্ণ নিরাপদেই বাংলাদেশ সফর করে গেছে ইংল্যান্ড ক্রিকেট দল। নিরাপত্তার প্রশ্নে দলটির বাংলাদেশ সফরে আসা যখন শঙ্কায়, তখনি বাংলাদেশ সফর করে গিয়ে ইংল্যান্ডকে বাংলাদেশের আসার জন্যই সিদ্ধান্ত জানান ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিরাপত্তা কর্মকর্তা রেগ ডিকাসন।

রেগ ডিকাসনের সবুজ সঙ্কেতের পরই বাংলাদেশ সফরে আসে ইংল্যান্ড। বাংলাদেশ চাড়ার আগে ইংল্যান্ডের এই নিরাপত্তা কর্মকর্তারা জানালেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। ক্রিকেটের নিরাপত্তায় বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের তুলনা করা ঠিক নায়। বাংলাদেশের সমতুল্য নয় পাকিস্তান।

এশিয়ার আরেক ক্রিকেট প্রধান দেশ পাকিস্তানে কবে নাগাদ খেলতে যাবে ইংলিশরা-এমন প্রশ্নে কিছুটা কৌশলী উত্তর দিয়েছেন ইংলিশ দলের নিরাপত্তা প্রধান ডিকাসন।

বাংলাদেশে সফল একটি সফর শেষ করলেও পাকিস্তানকে এখনও ইংলিশদের জন্য নিরাপদ নয় বলে জানিয়েছেন ডিকাসন।

রেগ ডিকাসন বলেন,  ‘শিগগিরই পাকিস্তান সফর করার সম্ভাবনা নেই ইংল্যান্ড দলের। বাংলাদেশ ও পাকিস্তানের পরিস্থিতি এক রকম নয়। তাছাড়া, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পরিস্থিতির তুলনা করাটাও ঠিক নয়। সফরে পরিষ্কারভাবেই আমরা বুঝতে পেরেছি বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন।’

ডিকাসন আরও জানান, ‘আমরা এশিয়ার দেশগুলোতে বেশি বেশি করে সিরিজ খেলতে চাই। বাংলাদেশের সফরটি খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকার আর দেশটির ক্রিকেট বোর্ড আমাদের দুর্দান্ত নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক হিসেবেও বাংলাদেশ চমৎকার করেছে।’

ইংল্যান্ডের এই প্রধান নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘পাকিস্তানে ভবিষ্যতে সফর করা যায় কি না, এটি ভেবে দেখব। কোনো সন্দেহ নেই আমরা খোলামনেই এটি নিয়ে ভাববো। তবে, আমার মনে হয় পাকিস্তানের কিছু কিছু জায়গার পরিবর্তন প্রয়োজন।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here