পাকিস্তানের ছিটকে যাওয়া ‘লজ্জাজনক’ বলছেন শোয়েব আখতার

0
11

স্পোর্টস ডেস্কঃ আরও একটি এশিয়া কাপের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিপক্ষে ইনিংসের শেষ বলে বৃষ্টি আইনে ২ উইকেটে জিতেছে তারা। কলম্বোয় কার্টেল ওভারের এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের হাফসেঞ্চুরিতে ২৫২ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কা কুশল মেন্ডিসের অর্ধশত, আসালাঙ্কার অপরাজিত ৪৯ ও সামারাবিক্রমার ৪৮ রানে ভর করে ২ উইকেট হাতে রেখে শেষের রোমাঞ্চে জয় তুলে নেয়।

ফেবারিট হিসেবে এশিয়া কাপে খেলতে এসে ফাইনালের আগেই পাকিস্তানের ছিটকে যাওয়া ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এই তারকা বলেন, ‘এই হার খুবই লজ্জাজনক। পাকিস্তানের এভাবে টুর্নামেন্টের বাইরে চলে যাওয়া মোটেই ভালো দেখায় না। পাকিস্তানের পেস আক্রমণ, পাকিস্তানের মিডল অর্ডার, পাকিস্তানের স্পিন বিভাগ, ওপেনাররা ভালো না করা, ফখর জামানের ছন্দে না থাকা—এগুলো সবই আমার দেখতে খুব বিদঘুটে লেগেছে।’

শোয়েব আরও বলেন, ‘গোটা দুনিয়া পাকিস্তানকে ফাইনালে দেখতে চেয়েছিল। বাস্তবতা হচ্ছে পাকিস্তান এখন টুর্নামেন্টের বাইরে। দেখুন, এখন অনেক সমালোচনা করা যায়। প্রতিটি বিষয় নিয়েই করা যায়। তারা কিন্তু ফেবারিট হিসেবে এসেছিল। ভারত-পাকিস্তানের ফাইনাল হতে পারত। সে সুযোগ আর থাকল না। তবে এটা বলতে হয় যে শ্রীলঙ্কার এই জয় প্রাপ্য ছিল এবং ফাইনালটা খুব ভালোভাবেই তাদের প্রাপ্য ছিল। তারা অনেক ভালো দল ছিল।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here