স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার সফরের আগে টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে নতুন মুখ দুটি। এছাড়া ফিরেছেন পেসার ফাহিম আশরাফ ও মীর হামজা। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন টপ অর্ডার ব্যাটার সাইম আইয়ুব ও পেসার খুররাম শাহজাদ। এই দুজনের জন্য প্রথমবারের মতো খুলে গেল পাকিস্তানের টেস্ট দলের দরজা।
অস্ট্রেলিয়া সফর দিয়েই টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে শান মাসুদের। ১৪ ডিসেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে বক্সিং ডে টেস্ট। আর নতুন বছরের ৩-৭ জানুয়ারী সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট সিডনিতে। দল নির্বাচন নিয়ে নতুন প্রধান নির্বাচক ওয়াহাব বলেন, ‘অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং কন্ডিশনের কথা ভেবেই এমন দল সাজানো হয়েছে। আমরা পিচের কথা ভেবেছি, বাড়তি পেসার নিয়েছি। যাতে তিন ম্যাচেই টিম ম্যানেজমেন্টের কাছে দল নির্বাচনের ব্যাপারে বিকল্প থাকে।’
গত মাসে কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে সাইম খেলেন ২০৩ ও ১০৯ রানের ম্যাচ জয়ী ইনিংস। ৪ ম্যাচে তিন সেঞ্চুরিতে তিনি করেন ৫৫৩ রান। কদিন আগে শেষ হওয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট পাকিস্তান কাপে ৮ ম্যাচে একটি শতকে ৩৯৭ রান করে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।
প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া শাহজাদ কায়েদ-ই-আজম ট্রফিতে ২০.৩০ গড়ে ৮ ম্যাচে নেন সর্বোচ্চ ৩৬ উইকেট। পাকিস্তান কাপে ৫ ম্যাচে তার শিকার ছিল ১৩টি। এছাড়া দলে ফেরা মীর হামজাও ঘরোয়া টুর্নামেন্টে ছিলেন বেশ উজ্জ্বল। তিনি কায়েদ ই আজম ট্রফিতে শিকার করেছেন ৩২ উইকেট।
পাকিস্তান স্কোয়াড-
শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম উল হক, খুররাম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আঘা, সরফরাজ আহমেদ, সাউদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।
Discussion about this post