স্পোর্টস ডেস্কঃ চার দিনের ম্যাচে লড়ছে বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচের তৃতীয় দিন শেষেও এগিয়ে আছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ পিছিয়ে আছে এখনও ১০৫ রানে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে যদিও আগের থেকে ভালো ব্যাটিং করছে জুনিয়র টাইগাররা। শেষ দিন রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায়। পাকিস্তানের সামনে জয়ের বড় সুযোগ। তবে বাংলাদেশের সামনে ড্র করার সুযোগ আছে। কিন্তু সেটা বেশ কঠিন।
সাগরিকায় বাংলাদেশের প্রথম ইনিংসে করা ১৪৯ রানের জবাবে আগের দিন ৭ উইকেটে ৩৬৪ রানে পার করেছিল পাকিস্তান। সেখান থেকে আজ আবার ব্যাট করতে নামে দলটি। শেষ পর্যন্ত ১২৮.১ ওভারে ৪২০ রানের বড় সংগ্রহ অলআউট হয় দলটি। ওপেনিংয়ে নেমে ৩২৩ বলে ২৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১৭৪ রানের অনবদ্য এক ইনিংস খেলেন অধিনায়ক শাহজাইব খান। এছাড়া ওবাইদ ৬৭, আজান ৪০ ও আলি আসফান্দ ৪০ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশের হয়ে ওয়াসি সিদ্দিকী ৫টি ও ইকবাল হোসেন ইমন ৪টি উইকেট লাভ করেন।
২৭১ রানের বড় ব্যবধানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। দিন শেষে জুনিয়র টাইগারদের সংগ্রহ ৭০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৬ রান। অধিনায়ক শাহরিয়ার সাকিব ৪৭ ও একান্ত শেখ ৫ রানে অপরাজিত আছেন।
এর আগে ওপেনার আশিকুর রহমান শিবলি ২০১ বলে ২ বাউন্ডারিতে ৭৯ রানের দারুণ ইনিংস খেলে আউট হন। টপ অর্ডারে নামা আদিল বিন সিদ্দিক ২৬ রান করেন। তবে কোনো রান না করেই ডাক মেরে ফিরেন মাহজারুল ইসলাম। এর আগে প্রথম ইনিংসেও ডাক মেরে আউট হন তিনি।
পাকিস্তানের হয়ে ইসমাইল, মিনহাস ও রিয়াজ ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post