পাকিস্তানের নির্বাচক কমিটিতে চমক হাসান চিমা

0
240

স্পোর্টস ডেস্কঃ নতুন নির্বাচক কমিটির তালিকা প্রকাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে হারুণ রশিদের সঙ্গে রয়েছেন টিম ডিরেক্টর মিকি আর্থার, হাসান চিমা এবং প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন। চার সদস্যের নির্বাচক কমিটির সবচেয়ে বড় চমক অ্যানালিস্ট চিমা। এক বিজ্ঞপ্তিতে তাদের নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।

পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের স্ট্র্যাটেজি ম্যানেজার হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন চিমা। এছাড়া বিশ্বব্যাপী নানান ফ্র্যাঞ্চাইজি লিগে ডেটা অ্যানালিস্ট হিসেবেও কাজ করেছেন তিনি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও ক্রিকবাজে প্রায় পাঁচ বছর নিয়মিত পাকিস্তান ক্রিকেটের ওপর বিভিন্ন প্রতিবেদন লিখেছেন চিমা।

গত ৬ মাসের মধ্যে পাকিস্তানের তৃতীয় নির্বাচক কমিটি এটি। গত বছরের ডিসেম্বরে রমিজ রাজার জায়গায় নাজামকে পিসিবি প্রধান হিসেবে বসানোর পর তৎকালীন প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম চাকরি হারান। এবার নতুন দায়িত্ব দেওয়া পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, ‘আমরা দল নির্বাচনে ডেটা ব্যবহার করতে চাই, হাসান (চিমা) এ ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here