স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিউজিল্যান্ড সিরিজের জন্য আজহার মাহমুদকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। সাবেক এই অলরাউন্ডারকে সোমবার (৮ এপ্রিল) নিয়োগ দেওয়া হয়। এদিকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফকে।
পিসিবি এক বিবৃতিতে জানায়, নিউজিল্যান্ডের বিপক্ষে স্পিন বোলিং কোচের দায়িত্ব চালিয়ে যাবেন সাঈদ আজমল। সবশেষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরেও একই দায়িত্বে ছিলেন সাবেক এই স্পিনার। এদিকে আজহার মাহমুদ ১৬৪টি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। যেখানে তিনি ১৬২টি উইকেট নিয়েছেন এবং ২৪২১ রান করেছেন। পাকিস্তান ক্রিকেট দলের সাথে আজহারের আগেও কাজ করেছেন ২০১৬-২০১৯ সালে। সেই দফায় তিনি পাকিস্তান দলের বোলিং কোচ ছিলেন।
অনেক দিন ধরেই স্থায়ী কোচ খুঁজছে পিসিবি। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর, সাদা বলের ক্রিকেটের জন্য গ্যারি কারস্টেন ও লাল বলের ক্রিকেটের জন্য জেসন গিলেপ্সিকে প্রধান কোচ হিসেবে চূড়ান্ত করে ফেলেছে তারা। চুক্তির সব আনুষ্ঠানিকতা শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৮ এপ্রিল। রাওয়ালপিন্ডি ও লাহোরে হবে এই সিরিজ। প্রথম তিন টি-টোয়েন্টি পিন্ডি স্টেডিয়ামে আগামী ১৮, ২০ ও ২১ এপ্রিল এবং লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৫ ও ২৭ এপ্রিল হবে বাকি দুই ম্যাচ। ম্যাচগুলো শুরু হবে পাকিস্তানের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় ৮টা)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post