স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। মোহাম্মদ হাফিজের পর এবার পাকিস্তান ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন দেশটির সাবেক বাঁহাতি বোলার। এর আগে হাফিজকে আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে প্রধান কোচের দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দায়িত্ব পেয়ে খুশি ওয়াহাব। তিনি জানিয়েছেন, ‘পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। এর জন্য আমি বোর্ড চেয়ারম্যান জাকা আশরাফকে ধন্যবাদ দিতে চাই, আমার ওপর বিশ্বাস রাখার জন্য। সাবেক ক্রিকেটারদের এই ধরনের দায়িত্ব দেয়ার বিষয়টা খুবই পজিটিভ। আমি চেষ্টা করব পাকিস্তান ক্রিকেটকে আরও সামনের দিকে নিয়ে যেতে।’
আজ (শুক্রবার) এক বিবৃতিতে পিসিবি এই তথ্য জানিয়েছে। আগামী ১৪ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ওই সিরিজে দিয়েই প্রধান নির্বাচকের দায়িত্ব শুরু হবে ওয়াহাবের। এরপর তার দল নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ১২ থেকে ২১ জানুয়ারির মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
৩৮ বছর বয়সী ওয়াহাব এ বছরের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন। ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে নতুন ভূমিকায় কাজ শুরু করবেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের পর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজ দিয়ে কোচ হিসেবে পথচলা শুরু হবে হাফিজের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post